বিশ্ববিদ্যালয় জীবনের বাস্তবতা | কিছু উপদেশ ও পরামর্শ
পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখেনা এমন ছেলে মেয়ে খুঁজে পাওয়া যাবেনা।ছোট বেলা থেকেই বিশ্ববিদ্যালয় জীবনের কল্পনায় নিমজ্জিত ছেলে মেয়েরা জিবনের নানা বাক পেরিয়ে যখন বিশ্ববিদ্যালয়ের দোড়গোড়ায় এসে পৌছে তখন সবার সুযোগ ঘটেনা সেই দরজা অতিক্রম করার। অল্প কিছু ভাগ্যবান সেই সুযোগ নিয়ে এই স্বপ্নের জগতে পা রাখে।
মনে পড়ে স্কুল কলেজের সেই দিনগুলোর কথা? বাবা মায়ের কড়া শাসন, শিক্ষকদের চোখ রাঙ্গানি, সন্ধ্যা হলেই পড়তে বসার জন্য বকুনি খাওয়া, বোর্ড পরীক্ষার চাপ, কখনই বন্ধুরা মিলে ঘুরতে যাওয়ার অনুমতি না পাওয়ার মাঝে আমাদের কতবার মনে হত কেন বিশ্ববিদ্যালয়ে উঠিনা! হয়ত পড়ার টেবিলে বসে আমরা সেই রঙ্গিন জীবনের এক আধটু স্বপ্ন ও দেখে ফেলতাম। আর দেখবই না বা কেন! আমাদের বড় ভাইয়া আপুরা এমনকি আমাদের বাবা-মা ও আমাদের কতবার বলতেন যা ইচ্ছা হয় বিশ্ববিদ্যালয়ে উঠে করো, তখন কিছু বলবনা। ভাইয়া আপুরা বলতেন আরে যাহ্ ভার্সিটিতে কোনও পড়া আছে নাকি, খুব মজার জীবন, ক্লাসও ঠিকমত হয়না, খালি ঘুরবি আর ঘুরবি, একদম চিল লাইফ।
বিশ্ববিদ্যালয় এক বিশাল জায়গা। বিভিন্ন স্থানের বিভিন্ন মানুষ পাড়ি জমাবে উচ্চশিক্ষার উদ্দেশ্যে, সবার মতামত এবং চিন্তাধারা একরকম না-ই হতে পারে। অনেকের জন্যেই বিশ্ববিদ্যালয়ে খাপ খাওয়ানো হয়ে পড়ে কঠিন। তাই তোমরা যারা প্রথম বর্ষের ক্লাস শুরু করতে যাচ্ছো, তাদের জন্যে থাকছে কিছু উপদেশ।
Contents
পড়ালেখার সাথে খাপ খাওয়াতে সমস্যা হওয়াঃ
বন্ধু নির্বাচনঃ
বিভিন্ন সেবামূলক কাজঃ
পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে না পারাঃ
বন্ধু-বান্ধবদের সাথে আড্ডাঃ
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকঃ
অনুষ্ঠান উদযাপন করাঃ
ঘুরে দাঁড়ানো শেখাঃ
সিনিয়রদের সাথে ভালো সম্পর্কঃ
