সকল পাবলিক ইউনিভার্সিটির ভর্তি তথ্য ২০২২-২০২৩ | কোন বিশ্ববিদ্যালয়ে কত পয়েন্ট লাগবে?
প্রতিবছরই বাংলাদেশের লাখ লাখ শিক্ষার্থী তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে জীবনের অন্যতম এক কঠিন যুদ্ধে নেমে যায়। সেই যুদ্ধটি হল ভর্তিযুদ্ধ। সেসময়ে একজন শিক্ষার্থী উপলব্ধি করতে পারে তার সারা জীবনের শিক্ষা একটি পরীক্ষায় নির্ধারণ হয়।
আজকে আমি এই পোস্টের মাধ্যমে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটা পরিস্কার ধারণা দেওয়ার চেস্টা করবো। তো পোস্টটি মনযোগ দিয়ে পড়ুন।
বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো সবচেয়ে কম খরচে পড়ালেখা করা যায়। এছাড়াও বিস্তৃত সুযোগ সুবিধা আছে যা উচ্চশিক্ষায় বিশেষ ভূমিকা রাখে। কিন্তু যে পরিমাণ শিক্ষার্থী প্রতি বছর এইচ এস সি পাশের পর এডমিশনের জন্য চেস্টা করে তার তুলনায় সিটসংখ্যা নগণ্য।
বাংলাদেশে বর্তমানে ৪২টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। সকল বিশ্ববিদ্যালয় সরকারের অর্থায়নে প্রতিষ্ঠা করা হয়।
- ঢাকা বিভাগে ১০টি বিশ্ববিদ্যালয় রয়েছে, যার মধ্যে ৭টি ঢাকাশহরে, ২টি গাজীপুরে এবং ১টি সাভারে অবস্থিত।
- চট্টগ্রাম বিভাগে ৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে, যার মধ্যে ৩টি চট্টগ্রামে, ১টি রাঙামাটিতে, ১টি নোয়াখালীতে ও ১টি কুমিল্লায় অবস্থিত।
- খুলনা বিভাগে ৪টি বিশ্ববিদ্যালয় রয়েছে, যার মধ্যে ২টি খুলনায়, ১টি যশোরে এবং ১টি কুষ্টিয়ায় অবস্থিত।
- রাজশাহী বিভাগে ৪টি বিশ্ববিদ্যালয় রয়েছে, যার মধ্যে ২টি রাজশাহীতে, ১টি পাবনায় এবং ১টি সিরাজগঞ্জে অবস্থিত।
- বরিশাল বিভাগে ২টি বিশ্ববিদ্যালয় রয়েছে, যার মধ্যে ১টি বরিশালে এবং ১টি পটুয়াখালীতে অবস্থিত।
- সিলেট বিভাগে ২টি বিশ্ববিদ্যালয় রয়েছে।
- রংপুর বিভাগে২টি বিশ্ববিদ্যালয় রয়েছে, যার মধ্যে ১টি রংপুর শহরে এবং ১টি দিনাজপুরে অবস্থিত।
- ময়মনসিংহ বিভাগে ২টি বিশ্ববিদ্যালয় রয়েছে।
কত পয়েন্ট থাকলে কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন করা যাবে?
বিশ্ববিদ্যালয়গুলোর আবেদন যোগ্যতা (২০১৭ সালের তথ্য অনুযায়ী, যা প্রতি বছর সাময়িক পরিবর্তন হচ্ছে)
- ঢাকা বিশ্ববিদ্যালয় Arts = 7.00, Commerce = 7.50, Science =8.00
(সায়েন্স 3.50+3.50 সহ 8, আর্টসের মোট 7,কমার্স মোট 7.50 জিপিএ লাগবে) - জগন্নাথ বিশ্ববিদ্যালয় Arts = 7.50, Commerce =8.00,Science =8.00
(A,B,C,D ইউনিটের জন্য আলাদা ভাবে 3.50+3.50 থাকতে হবে)
( সায়েন্সের, আর্টস,কমার্স স্টুডেন্টও B,C,D ইউনিটে আবেদন করতে পারে) - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় Arts = 6.00-8.50, Commerce =6.00-8.50, Science = 7.00-8.50 (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে Subject-এর উপ
র GPA পরিবর্তন হয়)
(A,B,D,E,G,H ইউনিটের জন্য 3.50+3.50 থাকতে হবে)
(C,F ইউনিটের জন্য 3.00+3.00 থাকতে হবে)
রাজশাহী বিশ্ববিদ্যালয় Arts =7.00, Commerce =7.50, Science =8.00
(মানবিকে 3.00+3.00, সায়েন্স কমার্সে 3.50+3.50 থাকতে হবে) - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় Arts, Commerce =5.25-6.75, Science =5.25-6.75
( আর্টসের 2.75+ 2.50 সহ 5.75,কমার্স সায়েন্সের 3.00+3.00 সহ মোট 7 পয়েন্ট লাগবে) - বরিশাল বিশ্ববিদ্যালয় Arts =6.00, Commerce =6.50, Science =7.00
শাহজালাল বিশ্ববিদ্যালয় Arts,Commerce= 6.50, Science =7. 00 লাগবে
(আর্টস,কমার্স 3.00+3.00 সহ 6.50, সায়েন্স 3.00+3.00 সহ 7 পয়েন্ট) - ইসলামী বিশ্ববিদ্যালয় Arts =6.50, Commerce =6.75 Science =7.00-7.50
- কুমিল্লা বিশ্ববিদ্যালয় Arts = 6.50, Commerce =7.00, Science =7.00,
- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় Arts =6.00-6.50, Commerce =6.50, Science =6.50-7.00
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় Arts = 6.50-7.00 Commerce =6.50-7.50 Science =6.50-7.50 (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে Unit ভিত্তিক GPA গননা করা হয়)
- খুলনা বিশ্ববিদ্যালয় Arts = 7.00-8.00, Commerce =7.00-8.00, Science =7.00-8.00
- সরকারী মেডিকেলে SSC and HSC তে (3.50+3.50) সহ = 9.00
ফল বিপর্যয় সহ বিভিন্ন কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসব আবেদনের নূন্যতম যোগ্যতা পরিবর্তন, পরিমার্জন ও সংশোধনের অধিকার রাখে।