টপ ৯টি বাংলাদেশের সেরা সরকারী চাকুরী তালিকা | Top 9 Government Jobs in Bangladesh
টাইটেল পড়ে নিশ্চয়ই নড়ে চড়ে বসেছেন। আজকে আপনাদের জানাবো বাংলাদেশের প্রেক্ষিতে সেরা ৯ টি সরকারী চাকুরীর তালিকা। তো শুরু করা যাক।
বাংলাদেশের সব শিক্ষার্থী সরকারী চাকুরী পাওয়ার স্বপ্ন দেখেন। দেখবেই না কেন, বেসরকারি চাকুরীর চেয়ে সরকারী চাকুরীয়ার স্থিতিশীলতা বেশি ও বেতন ভাতা ভালো। তবুও আগে একরকম প্রথা ছিল সরকারী চাকুরীতে নাকি ভালো বেতন পাওয়া যায় না। কিন্তু সেই দিন এখন আর নেই। সরকার কয়েকধাপে সকল সরকারী চাকুরীজীবিদের বেতনভাতা বাড়িয়েছে। ফলে তাদের বেতন আগের চাইতে কয়েকগুণ বেড়ে গিয়েছে। অবসর নেওয়ার সময় তারা ভালো বেতনভাতা পেয়ে থাকে। এসকল সুবিধার জন্য সারা দেশের মানুষ এই সোনার হরিণকে পেতে চায়। তবে কয়জনের ভাগ্যেই বা ভালো কিছু জুটে। যাই হোক, চলুন শুরু করা যাক, সরকারী চাকুরীর টপ ৯ টি লিস্ট।
Contents
১. Bangladesh Civil Services (BCS) Jobs | বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) চাকুরী
বাংলাদেশ সিভিল সার্ভিস অর্থাৎ বিসিএস এ চাকুরী এর জন্য প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী আবেদন করে। এটি বাংলাদেশের সিভিল সার্ভিস এর অধীনে প্রশাসনিক কার্যকলাপ ও নীতি বাস্তবায়নের জন্য বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাথে জড়িত। এ সেক্টরে ভালো মানের বেতন দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। নিচে বিসিএস এর জন্য চাকুরীর কিছু পদ দেওয়া হলঃ
- ১. প্রশাসন ক্যাডারে- ৩২৩ জন
- ২. পররাষ্ট্র ক্যাডারের সহকারী সচিব পদে ২৫ জন
- ৩. পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে নিয়োগ দেওয়া হবে ১০০ জন
- ৪. বিসিএস আনসার ক্যাডারের সহকারী পরিচালক, সহকারী জেলা কমান্ড্যান্ট ও ব্যাটালিয়ন উপ-অধিনায়ক পদে শূন্য পদ ২৩টি
- ৫. নিরীক্ষা ও হিসাব ক্যাডারের সহকারী মহাহিসাব রক্ষকের শূন্য পদ ২৫টি
- ৬. কর ক্যাডারেও নিয়োগ দেওয়া হবে ৬০ জন
- ৭. শুল্ক ও আবগারি ক্যাডারে সহকারী কমিশনারের শূন্য পদ ২৩
- ৮. সমবায় ক্যাডারের সহকারী নিবন্ধকের পদ ৮টি।
- ৯. পরিসংখ্যান কর্মকর্তা পদে ১২ জন
- ১০. রেলওয়ে পরিবহন ও বাণিজ্যক ক্যাডারের সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট পদে ১ জন
- ১১. রেলওয়ে প্রকৌশল ক্যাডারের যন্ত্র প্রকৌশলী ও সরঞ্জাম নিয়ন্ত্রক পদে ৫ জন
- ১২. সড়ক ও জনপথ ক্যাডারের সহকারী প্রকৌশলী সিভিল ও যান্ত্রিক পদে ২৩ জন
- ১৩. তথ্য ক্যাডারের সহকারী পরিচালক, তথ্য অফিসার, গবেষণা কর্মকর্তা, সহকারী পরিচালক (অনুষ্ঠান), বার্তা নিয়ন্ত্রক ও বেতার প্রকৌশলী পদে ৪৭ জন
- ১৪. জনস্বাস্থ্য প্রকৌশল ক্যাডারের সহকারী প্রকৌশলী পদ ৩৬টি
- ১৫. বন ক্যাডারের সহকারী বন সংরক্ষকের ২০টি পদ শূন্য
- ১৬. সরকারি সাধারণ কলেজের জন্য সাধারণ শিক্ষা ক্যাডারের বিভিন্ন বিষয়ের অধ্যাপক পদে ৮৯২ জন
- ১৭. শিক্ষক প্রশিক্ষণ কলেজের জন্য সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক পদে ১৩ জন
- ১৮. কারিগরি শিক্ষা ক্যাডারের প্রভাষক পদে ১০ জন
- ১৯. ডাক ক্যাডারের সহকারী পোস্ট মাস্টার জেনারেল পদে ২ জন
- ২০. মৎস্য ক্যাডারের টেকনোলজিস্
- ২১. চাষবিদ, বায়োলজিস্ট, বায়োমেট্রিশিয়ান, ফিশারিজ টেকনোলজিস্ট, মাইক্রো বায়োলজিস্ট ও উপজেলা মৎস্য কর্মকর্তা পদে ১৫ জন
- ২২. পশুসম্পদ ক্যাডারের বৈজ্ঞানিক কর্মকর্তা, থানা প্রাণিসম্পদ কর্মকর্তা, হাঁস-মুরগি উন্নয়ন কর্মকর্তা, হাঁস-মুরগি সম্প্রসারণ কর্মকর্তা ও চিড়িয়াখানা কর্মকর্তা পদে ৭৬ জন
- ২৩. বিসিএস কৃষি ক্যাডারের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও বৈজ্ঞানিক কর্মকর্তার ১৮৯টি পদ
- ২৪. বাণিজ্য ক্যাডারের সহকারী নিয়ন্ত্রকের ৪টি, স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন
- ২৫. ডেন্টাল সার্জনের ১৪০ টি পদ
- ২৬. পরিবার পরিকল্পনা ক্যাডারের পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে ৪ জন
- ২৭. খাদ্য ক্যাডারের সহকারী খাদ্য নিয়ন্ত্রক, সহকারী রক্ষণ প্রকৌশলী পদে ৮ জন
- ২৮. গণপূর্ত ক্যাডারের সহকারী প্রকৌশলী সিভিল এবং ইএম পদে ৫১ জনকে নিয়োগ দেওয়া হবে।
(According to 41th BCS Circular)
২. Defenses Job | প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকুরী
আপনি যদি দেশ ও জাতির জন্য কিছু করতে চান। দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে চান ও পাশাপাশি ভালো বেতন ও সরকারী বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করতে চান, তাহলে ডিফেন্স জব আপনার জন্যই। শুধু ভালো বেতনই নয় বিনামূল্যে সরকারী আবাসন, চিকিৎসা ব্যবস্থাসহ আরো অনেক সুযোগ সুবিধা রয়েছে এই সেক্টরে। কিন্তু ডিফেন্সে প্রবেশের জন্য বেশ কিছু পরীক্ষা ও যাচাই বাছাই এর মাধ্যমে যেতে হয়। এই চাকুরি বাংলাদেশের অন্যান্য চাকুরী এর চেয়ে বেশ সম্মানজনক। আপনি প্রতিরক্ষা মন্ত্রনালয় এর যেসকল সেক্টরে চাকুরী করতে পারবেন। সেগুলো হলঃ
৩. Bank Job | ব্যাংকে চাকুরী
বাংলাদেশে স্মার্ট ও পেশনেট চাকুরী হল ব্যাংকে চাকুরী। এই দেশের প্রেক্ষিতে এটা সবচেয়ে আকাঙ্খিত একটি চাকুরী। হাই লেভেলের সেলারি ও পেনশন সুবিধাসহ এই চাকুরী বাংলাদেশের অন্যান্য টপ চাকুরী এর মতই। এখানে আবার বিভিন্ন লেভেলেরও চাকুরী আছে। বাংলাদেশের সরকারী ব্যাংকগুলোর নাম নিচে দেওয়া হলঃ
- সোনালী ব্যাংক
- অগ্রণী ব্যাংক
- রূপালী ব্যাংক
- জনতা ব্যাংক
- বেসিক ব্যাংক লিমিটেড
- বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড
৪. চিকিৎসক | Doctor
সবচেয়ে সেবাদানকারী পেশা হল চিকিৎসক। তারা সৃষ্টিকর্তার দয়ায় মানুষের জীবন রক্ষা করে। এই পেশা অনেক ত্যাগ ও ভালোবাসার পেশা। তাঁরা মানুষের জীবন বাঁচায় ও নিয়মিত অনেক চাপের মাঝে কাজ করে। সরকারী চাকুরীতে ভালো মানের বেতন ভাতা ও পেনশন থাকে। অনেক সম্মানজনক এই চাকুরী মানুষের কল্যাণে ও আত্নমানবতার স্বার্থে নিয়জিত।
৫. বিজ্ঞানী | Scientists
বিজ্ঞানীরাও বাংলাদেশের সরকারী চাকুরীর ভালো অবস্থানে আছেন। তারা বাংলাদেশের নিউক্লিয়ার রিসার্চ ও বিভিন্ন সংস্থার সাথে কাজ করে থাকেন। এর চাহিদাও অনেক। তারা শুধু ভালো বেতনই উপভোগ করন না সাথে সরকারী আবাসন ও চিকিৎসাবীমাও পেয়ে থাকেন।
৬. শিক্ষকতা | Teaching Profession
শিক্ষকতা অন্যতম জ্ঞানের সেবাদানকারী একটি পবিত্র চাকুরী। বিভিন্ন সরকারী সেক্টরে চাকুরী করা যায়। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, বিশ্ববিদ্যালয় লেভেল সহ সকল ক্ষেত্রেই এর বিস্তৃতি রয়েছে। এই সেক্টরে চাকুরীতে, একজন আদর্শ শিক্ষক একটি আদর্শ জাতি গঠন করতে পারে।
৭. Bangladesh Police | বাংলাদেশ পুলিশ
বাংলাদেশের অন্যতম সেরা সরকারী চাকুরী হল পুলিশ চাকুরী। যদিও এ চাকরি নিয়ে দেশের মানুষের মাঝে এক রকম নেগেটিভ ধারণা আছে, কিন্ত তাদের পরিসেবার জন্য ভালো সম্মান তারা পায়। এই সেক্টরের কাজ হল, সরকারী নির্দেশে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। তারা আসলে বাংলাদেশের আসল নায়ক। জনগণের বিপদের প্রথম বন্ধু। তাদের বেতনভাতা ও অন্যন্য সুযোগসুবিধা উচ্চ পর্যায়ের অফিসারের সমতূল্য। তারা দেশে আইন শৃঙ্খলা রক্ষা করে সম্মানিত হয়।
৮. রেলওয়ে অফিসার চাকরি | Railway Officer Job
আপনি যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে থাকেন তাহলে এই চাকরি আপনার জন্য ভালো। একজন রেলওয়ে ইঞ্জিনিয়ার হিসেবে আপনার ক্যারিয়ার গড়তে পারেন। এখানে আপনি বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা ও অন্যান্য সুযোগও পায়।
৯. বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চাকরি | Power Sector Job
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB) সারা দেশে বিদ্যুৎ সরবরাহের জন্য খ্যাতি লাভ করেছে৷ সারাদেশব্যপী এর অফিস রয়েছে, প্রতি জেলা উপজেলায়। এখানে ভালো মানের হ্যান্ডসাম স্যালারী ও অন্যান্য সরকারো সুযোগ সুবিধা রয়েছে।
তো আজ এ পর্যন্তই । সকল নিয়োগ পরীক্ষার রেজাল্ট, সার্কুলার, পাবলিক পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তির সকল তথ্য পেতে নিয়মিত ভিজিট করুন বিডিনিয়োগ.কম এ এবং আমাদের ফেসবুক পেইজে লাইক দিন!